চুয়াডাঙ্গা প্রতিনিধি :চুয়াডাঙ্গায় তীব্র শীত জেকে বসেছে। রবিবার চুয়াডাঙ্গায় ছিল দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৫ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। এর আগে গত শুক্রবারও চুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ম তাপমাত্রা রেকর্ড করা হয় ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আজ সোমবার ১২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস ।

কয়েকদিন আগে চুয়াডাঙ্গা বৃষ্টিপাতের পর থেকেই চুয়াডাঙ্গায় তীব্র শীত অনুভূত হতে থাকে। শীতের কারণে রাত ৮টার আগেই রাস্তাঘাট ফাঁকা হয়ে পড়ছে। শীতের দূর্ভোগ থেকে বাঁচার জন্য মানুষ ঘরে ফিরছে। একই অবস্থা দেখা যাচ্ছে সকালেও। বেশিরভাগ দিনই সকাল ৯টার আগে সূর্যের মুখ দেখা যাচ্ছে না। পাশাপাশি থাকছে উত্তুরে হাওয়া। এতে শীত আরো বেশি অনুভূত হচ্ছে। শীতে সবচেয়ে বেশি দূর্ভোগে পড়েছেন নি¤œ আয়ের মানুষেরা। শীত উপেক্ষা করেই তাদের যেতে হচ্ছে মাঠে এবং হাট বাজারে দিনমজুরের কাজ করতে হচ্ছে।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মাসুদ রানা জানান, গত ৩-৪ দিন ধরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে শীতজনিত রোগীর সংখ্যা বেড়েছে।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ইনচার্জ জাহিদুল ইসলাম জানান, বেশ কয়েকদিন ধরে চুয়াডাঙ্গায় উত্তুরে বাতাস বইছে। এতে মানুষ শীত অনুভব করছেন আরো বেশি।

















(টিটি/এস/জানুয়ারি ১৬, ২০১৭)