সিরাজগঞ্জ প্রতিনিধি : এশিয়া উন্নয়ন ব্যাংক (এডিবি) এর প্রেসিডেন্ট তাকিহিকো নাকাও বলেছেন, বাংলাদেশের মাদ্রাসা শিক্ষা ব্যাবস্থার উন্নয়নে এডিবির সহায়তা প্রদান বৃদ্ধি করা হবে।

মাদ্রাসার শিক্ষা ব্যাবস্থা উন্নয়নে প্রথমে মাদ্রাসা শিক্ষকদের যোগ্যতা বাড়াতে আরো কার্যকর উদ্যোগ নিতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

সোমবার বেলা বারটার দিকে এশিয়া উন্নয়ন ব্যাংক (এডিবি) এর অর্থায়নে সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলিতে নির্মিত আলোকদিয়া ইসলামিয়া মডেল মাদ্রাসা পরিদর্শন শেষে সাংবাদিকদের তাকিহিকো নাকাও এ কথাগুলো বলেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন, এশিয়া উন্নয়ন ব্যাংক (এডিবি) মহাপরিচালক (ডিজি) জুয়ান মিরিন্ডা, বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর কাজুহিকো হিগুচি, রেলপথ সচিব আবুল কালাম আজাদ, সিরাজগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মো. বিল্লাল হোসেন, পুলিশ সুপার (এসপি) এস এম এমরান হোসেনসহ বিদ্যুৎ ও সেতু বিভাগের উদ্ধর্তন কর্মকর্তারা।

এরপর এশিয়া উন্নয়ন ব্যাংক (এডিবি) এর প্রেসিডেন্ট তাকিহিকো নাকাও এডিবির অর্থায়নে নির্মিত বঙ্গবন্ধু সেতু ও সায়দাবাদ ১৫০ মেগাওয়াট পিকিং পাওয়ার প্লান্ট বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেন।

(এসএস/জেএ/জুন ১৬, ২০১৪)