বান্দরবান প্রতিনিধি :আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধি প্রিয় লারমা (সন্তু লারমা) বলেছেন, ভূমি সংক্রান্ত বিরাজমান সমস্যা সমাধানে সরকারকে আরো উদ্যোগী হতে হবে। সমস্যার বিধিমালা প্রণয়নসহ জনবল নিয়োগ করে শাখা অফিস শুরু করা খুবই জরুরী।

বান্দরবান সার্কিট হাউসে আজ সোমবার সকাল সাড়ে ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত ভুমি কমিশনের ৩ ঘন্টার রুদ্ধদ্বার বৈঠকে তিনি এসব কথা বলেন। বৈঠকে অন্যান্যের মধ্যে পার্বত্য ভুমি কমিশনের চেয়ারম্যান বিচারপতি আনোয়ারুল হক চৌধুরী, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্য শৈ হ্লা, রাঙ্গামাটি জেলা পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান অং সুই প্রু চৌধুরী, খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান কং জু রী চৌধুরী, বোমাং রাজা উ চ প্রু চৌধুরী, চাকমা রাজা ব্যারিষ্টার দেবাশিষ রায়, ভুমি কমিশনের ভারপ্রাপ্ত সচিব শোয়েব উদ্দিন খান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার মমিনুর রশিদ আমীন প্রমুখ উপস্থিত ছিলেন।

পার্বত্য ভুমি কমিশনের চেয়ারম্যান বিচারপতি আনোয়ারুল হক চৌধুরী জানান, তিন পার্বত্য জেলায় ভুমি বিরোধ সংক্রান্ত ২২ হাজার ৮শত ৮১টি মামলা জমা হয়েছে। তার মধ্যে বান্দরবানে ৪৫৬৮, রাঙ্গামাটিতে ৯৯৪০ এবং খাগড়াছড়িতে ৮৩৭৩ মামলা রয়েছে।
বৈঠক শেষে ভুমি কমিশন চেয়ারম্যানের কাছে মামলার নথি হস্তান্তর করা হয়।




(এএফবি/এস/জানুয়ারি ১৬, ২০১৭)