শেরপুর প্রতিনিধি : ‘নো বিসিএস নো ক্যাডার’ এমন দাবিতে নতুন জাতীয়করণের আওতাভুক্ত কলেজসমুহের শিক্ষকদের ক্যাডার বহির্ভূত রাখার দাবি জানিয়েছে বিসিএস সাধারন শিক্ষা সমিতি। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে এ দাবিতে শেরপুরে ১৬ জানুয়ারি সোমবার দুপুরে শেরপুর সরকারি কলেজের শিক্ষক মিলনায়তনে সাংবাদিকদর সাথে মতবিনিময় সভা করেছে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি জেলা শাখার নেতৃবৃন্দ।

এসময় তারা লিখিত বক্তব্যে নতুন জাতীয়করণের আওতাভুক্ত কলেজসমূহের শিক্ষকদের ক্যাডার বহির্ভূত রেখে তাদের নিয়োগ, পদায়ন, জ্যেষ্ঠতা-পদোন্নতি ও চাকুরীর স্বতন্ত্র বিধিমালা প্রণয়নের দাবি জানিয়েছেন।

অন্যথায় শিক্ষা ক্যাডারের প্রায় ১৫ হাজার সদস্যকে নিয়ে কঠোর কর্মসূচী গ্রহণ করা হবে বলে নেতৃবৃন্দরা তাদেও বক্তব্যে তুলে ধরেন। মতবিনিময়কালে লিখিত বক্তব্য পাঠ করেন বিসিএস সাধারন শিক্ষা সমিতি শেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক শ্রীবরদী সরকারি কলেজের উপাধ্যক্ষ এ.কে.এম আলিফ উল্লাহ আহসান।

এসময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন জেলা শাখার সভাপতি শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ অদাপক ড. এ. কে. এম. রিয়াজুল হাসান। অন্যান্যের মাঝে যুগ্ম সম্পাদক সহযোগী অধ্যাপক আক্রাম হোসেন, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, আব্দুর রউফ এবং জেলার তিনটি সরকারি কলেজের শিক্ষক নেতৃবন্দ উপস্থিত ছিলেন।

(এইচবি/এএস/জানুয়ারি ১৬, ২০১৭)