লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলার বহুল আলোচিত গৃহবধূ ববিতা খানমের বসত বাড়ি সংলগ্ন খড়ের গাদায় অগ্নিসংযোগের ঘটনায় অবশেষে লোহাগড়া থানায় মামলা হয়েছে। তবে পুলিশ এজাহারভুক্ত কোন আসামীকে আটক করতে পারেনি।

দায়েরকৃত মামলার এজাহার সূত্রে প্রকাশ, গত ২ জানুয়াির রাতে নড়াইলের লোহাগড়া উপজেলার কাশিপুর ইউপির এড়েন্দা গ্রামের বহুল আলোচিত গৃহবধূ ববিতা খানমের বসত বাড়ি সংলগ্ন খড়ের গাদায় অজ্ঞাত দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করে। অগ্নিসংযোগের ঘটনায় ববিতা বাদি হয়ে গত ১৫ জানুয়ারি বিকালে লোহাগড়া থানায় পদ্মবিলা গ্রামের ইউপি সদস্য অহেদ শেখের ছেলে উজ্জল ও সুজন শেখ, হাফিজ শেখের ছেলে হিটলার, শফিজউদ্দিনের ছেলে ইকরাম, নুর শেখের ছেলে পিকুল, মোস্ত শেখের ছেলে কবির শেখ, মৃত পাঁচু শেখের ছেলে দেলোয়ার শেখ ও সালাম শেখের ছেলে হাসান শেখসহ অজ্ঞাত ৮/১০ জনের নামে মামলা দায়ের করেন (মামলা নং-১৩,তারিখ ১৫ ০১ ১৭)।

মামলার তদন্তকারী কর্মকর্তা প্রবীর দাস মামলা দায়েরের সত্যতা স্বীকার করে সোমবার সাংবাদিকদের বলেন, আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

(আরএম/এএস/জানুয়ারি ১৬, ২০১৭)