লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি :বিশ্ব বরেন্য চিত্র শিল্পী এস এম সুলতানের ৯২তম জন্ম জয়ন্তী উপলক্ষে নড়াইলে ৭ দিন ব্যাপী সুলতান মেলার আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে।

গতকাল সোমবার ( ১৬ জানুয়ারীর্ ) বিকালে উৎসব মুখর পরিবেশে ভিক্টোরিয়া কলেজ সংলগ্ন সুলতান মঞ্চ ও মাঠে আয়োজিত এ মেলার উদ্বোধন করা হয়। নড়াইলের জেলা প্রশাসক মোঃ হেলাল মাহমুদ শরীফের সভাপতিত্বে এসএম সুলতান মেলা উদযাপন পর্ষদ জেলা প্রশাসন নড়াইল ও সুলতান ফাউন্ডেশনের আয়োজনে এ মেলার উদ্বোধন করেন ।

মেলার প্রধান অতিথি গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ডেপুটি স্পীকার ফজলে রাব্বী মিয়া। এসময় উপস্থিত ছিলেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য এডঃ শেখ হাফিজুর রহমান, পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম নব নির্বাচিত জেলা পরিষদের চেয়ারম্যান এডঃ সোহবার হোসেন বিশ্বাস প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানের পর প্রধান অথিতি ফিতা কেটে সুলতান আর্ট গ্যালালীরও শুভ উদ্বোধন করে পরিদর্শন করেন।

আয়োজক সূত্রে জানা যায় , ৭ দিন ব্যাপী সুলতান মেলা চলবে আগামী ২১জানুয়ারি পর্যন্ত। মেলার বিভিন্ন কর্মসূচীর মধ্যে রয়েছে- চিত্র প্রদশর্নী, লাঠিখেলা, কুস্তি প্রতিযোগিতা, হ্যান্ডবল, ষাঁড়ের লড়াই, ঘোড়ার গাড়ীর দৌড়, সেমিনার, আলোচনা অনুষ্ঠান এবং সুলতান পদক প্রদান।

প্রতিদিনই স্থানীয় ও আগত শিল্পীদের অংশগ্রহনে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মেলা উপলক্ষে রকমারি পণ্যের শতাধিক স্টল বসানো হয়েছে। এবার সুলতান পদক পাচ্ছেন বরেণ্য শিল্পী হাশেম খান।













(আরএম/এস/জানুয়ারি ১৭, ২০১৭)