ঘুন ১৬


সমূহ সংক্রামক সংকেত প্রতিরোধ ছিঁড়ে ছিঁড়ে মন-
অন্ততঃ একবার হলেও চাই আদিগন্ত দৃশ্যর অর্জন।
সামান্যই লিপিবদ্ধ করে যেতে চাই প্রবাহের সংকলন!
যতটা অভিমান পুড়ে একা,একাই নির্ভার নিবিড় নির্জন ...
শব্দমালা কতখানি বিষাদ সিক্ত? ঘাসে, ঘাসে গুঁড়োগুঁড়ো ঝরছে ক্ষয় !
হৃদপিন্ডের মানদণ্ডে অন্ততঃ এক ঝলক হলেও চাই অনিবার্য মৃত্যুর ধারণা !
সামান্য যা অবশিষ্ট শব্দ বিকেলের সরে যাওয়া সন্ধ্যার সংশয়।
সম্পর্ক আসলে কোনও বিষয় নয় যতটা টিকিয়ে রাখাই যুথবদ্ধ ব্যাথা...



ঘুন ৫


শব্দের লাবণ্যে লিখে রাখো হেমন্তর যৌবনের দেনা বিষয়ক ভূমিকা !
উপেক্ষার হারমোনিয়ামে সুর তুলে রুখে দেওয়া বিশ্বাস পরবর্তী ঘাতকতা।
এমনিই ভরা থাক নাছোড় রোমাঞ্চ, নীরবতার গভীরতর উল্লাসে গুঁড়ো গুঁড়ো চাঁদ!
আকাশ ভরা মাটির শপথে তছনছ প্রতারণার পালক, অবিরল মুছে আলোরই সংবাদ...
ধীর ধীর অনন্ত ধীরের পথিক নিরবচ্ছিন্ন আকুলিবিকুলি সেইসব পথ।
অর্জনের ছায়াপথে অবিশ্বাসের ছাইরঙ, ক্রমশই ধুসর থেকে শূন্যতায় বুঁদ হয়ে উঠে বসত...



স্মৃতি ৯৬


হেমন্তর কুচিকুচি পরাগে জেগেছে যৌথবেলার তুমুল রোশনাই!
তন্নতন্ন শূন্যতায় সেইসব দিন। ভরা ছিল স্মৃতির মোহিত কানাই কানাই।
এসো হে বন্ধু শব্দ সাজাই, দাও ভীষন আবহে প্রিয়তম সরগম।
হারানো স্বভাবের সহজ ভাসিয়ে সমূহ মনখারাপের থমথম।
এখানে উপেক্ষার লিপিতে নীরব ছুঁয়েছে শব্দের সাধন শিবির!
আমারও বিশ্বাস, নিঝুম পাখিদের কাঁটাতার রোহিত চলাচল - খোঁজ শেষ হবে একদিন...


ঘুণ ০


এই অসময়ে অক্ষর থেকে অক্ষরে,
নির্বাক অন্ধকারে জেগে উঠা পথপ্রান্তর!
দ্বিধাদ্বন্দ্ব আর বিষ্ময়ের বিচিত্র শাসনে...

ভারতবর্ষ? ''আচ্ছেদিনের'' চিৎকারে উড়ে যাওয়া এক পাখির নাম।
ছিন্নভিন্ন অন্ধকারে, অন্ধিসন্ধিতে -শাসকই শ্রেষ্ঠ!
রক্ত,অশ্রু নদী কিংবা সমুদ্রেও অক্ষত সুনাম ...



স্মৃতি৫৭


ছাইরঙা শাড়ি,গোলাপী চর্চিত মনকেমন অক্ষর মাত্রা তিন!
কালোদাদু'র নৌকায় এক অচেনা ছেলেও - যাত্রী সেদিন।
তোমার তুমুল কলেজ বেলা,ইচ্ছামতীর স্মৃতিলেখা অমল ঘাট।
বকুল শিমুল জানো!সেই ছেলেটি অপলক বাসন্তী রংয়ের পাড়...
কবেকার সাইকেল চালক অচেনা ছেলে বাজায় আজও স্পর্শ,কাঁপনের গান।
ভুলেও যাঁকে কেউ বলেনি,কোনওদিন চোখ কেন ছলছল?খেয়েছিস না ভান?







(জসি/এস/জানুয়ারি ১৭, ২০১৭)