লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও  কোটাকোল ইউপি চেয়ারম্যান বিএম হেমায়েত হোসেন হিমু লিভার ক্যান্সারের কাছে হার মেনে না ফেরার দেশে চলে গেছেন। (ইন্না ইলাহি রাজেউন)। সোমবার দিবাগত রাত ১২টা ২০ মিনিটে ঢাকার ডেল্টা ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি স্ত্রী,চার পুত্র সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার সকালে মরহুমের মরদেহ নিজ বাসভবন লক্ষীপাশায় আনা হয়। এর পর তার মরদেহ গ্রামের বাড়ি কোটাকোল ইউপির ঘাঘা গ্রামে নিয়ে যাওয়া হয়। সেখানে ঘাঘা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে জোহর বাদ প্রথম দফা ও বাদ আসর লক্ষীপাশা আল মারকাজুল মসজিদ চত্বরে দ্বিতীয় দফা নামাজে জানাজা শেষে লক্ষীপাশা কেন্দ্রীয় কবরস্থানে তাকে দাফন করা হয়। তিনি ১৯৯৪ সালে অনুষ্ঠিত উপনির্বাচনে ১৯৯৭, ২০০৩ ও সর্বশেষ ২০১৬ সালে কোটাকোল ইউপির চেয়ারম্যান নির্বাচিত হন।

তার মৃত্যতে নড়াইল জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস,মেয়র জাহাঙ্গীর বিশ্বাস , উপজেলা মুক্তিযোদ্ধা কমা- কাউন্সিলের সভাপতি ফকির মফিজুল হক,লোহাগড়া উপজেলা আ’লীগের সভাপতি রুনু শিকদার,বর্তমান চেয়ারম্যান সৈয়দ ফয়জুল আমির লিটু,লোহাগড়া পৌরমেয়র আশরাফুল আলম,কাশিপুর ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমান,নলদী ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ,কোটাকোল ইউপির সাবেক চেয়ারম্যান খান জাহাঙ্গীর আলম ও বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক চঞ্চল শেখ সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষজন শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।

(আরএম/এএস/জানুয়ারি ১৭, ২০১৭)