লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি : মঙ্গলবার দুপুরে কুমিল্লার লাকসামে ৩ কোটি ৫১ লাখ টাকা ব্যয়ে দৌলতগঞ্জ বাজারের সদর রোডের রিজিভ পেডমেন্ট কাজের ভিত্তি প্রস্থর স্থাপন ও ব্যবসায়িদের সাথে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

লাকসাম পাবলিক হল মিলনায়তনে মত বিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন,সরকারের বিদ্যুৎ,জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং স্থানীয় সংসদ সদস্য তাজুল ইসলাম। লাকসাম পৌরসভার মেয়র অধ্যাপক আবুল খায়েরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান এড.ইউনুছ ভুঁইয়া, সড়ক ও জনপদের কুমিল্লা বিভাগীয় নিবার্হী প্রকৌশলী সাঈফ উদ্দিন, লাকসাম উপজেলা ভাইস-চেয়ারম্যান মহব্বত আলী, সওজ লাকসাম প্রকৌশলী মোশারফ হোসেন, দৌলতগঞ্জ বাজার ব্যবসায়ি সমিতির সভাপতি তাবারক উল্ল্যাহ কায়েস, প্রেসক্লাব সাধারণ সম্পাদক এ্যাড.রফিকুল ইসলাম হিরা, পৌরসভার প্যানেল মেয়র বাহার উদ্দিন বাহার, কাউন্সিলর আবদুল আলিম দিদার, আফতাব উল্যাহ ঝন্টু, ব্যবসায়ি সিরাজ মিয়া, ঠিকাদার মোস্তফা কামাল এবং মনিরুল ইসলাম রতন প্রমুখ।

প্রধান অতিথি ব্যবসায়িদের সাথে মতবিনিময় সভা শেষে সড়কের কাজের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন।

(সিএস/এএস/জানুয়ারি ১৭, ২০১৭)