শীত এসেছে

ঝরছে দেখি গাছের পাতা
ঝরছে শিশির টুপ করে।
শুকিয়ে যাওয়া বিলের পাড়ে
দাঁড়িয়ে পাখি চুপ করে।

গাঁয়ের বালক নাড়ায় আগুন
জ্বালিয়ে শরীর জুড়াচ্ছে।
সেই আগুনে ক্ষেতের আলু
শিমের বিচি পুড়াচ্ছে।

দূর্বাঘাসে সোনার ঝিলিক
মারছে দেখি সকাল বেলা।
পাইনি বেশী খেলার সময়
ডুবছে দেখি অকাল বেলা।

বিত্তশালী লেপ-তোষকে
আয়েশ করে ঘুম খুঁজে
শীত এসেছে পথকলি
'বস্তামোড়ে' ওম খুঁজে।