আন্তর্জাতিক ডেস্ক : ভারতের কেরালার শ্রী কৃষ্ণ কলেজের ক্যাম্পাস ম্যাগাজিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিরুদ্ধে মন্তব্য করার অভিযোগে ৯ ছাত্রকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ।

এইসব ছাত্র ক্যাম্পাস ম্যাগাজিনে বিশ্বজুড়ে উগ্র জাতীয়তাবাদের জন্য নিন্দিত ব্যক্তি ওসামা বিন লাদেন, জর্জ বুশ ও হিটলারের সঙ্গে মোদির ছবি প্রকাশ করেছে।

সোমবার এক খবরে পিটিআই জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে ম্যাগাজিনটির সম্পাদক ও প্রকাশকসহ প্রকাশের কাজে যুক্ত অন্যান্য ব্যক্তিরা রয়েছেন। তাদের বিরুদ্ধে বেআইনী ও মানহানিকর প্রকাশনার অভিযোগে কয়েক ধারায় মামলা দায়ের করা হয়েছে।

তবে গ্রেপ্তারের পরই তাদের ছেড়ে দিয়েছে পুলিশ।

উল্লেখ্য, কলেজটি কেরালার শ্রী কৃষ্ণ মন্দিরের অর্থায়নে পরিচালিত হয়। মোদির বিরুদ্ধে প্রকাশনার জবাব চেয়ে ইতোমধ্যেই কলেজটির অধ্যক্ষকে তলব করেছে মন্দির কর্তৃপক্ষ।

গত সপ্তাহে একই অভিযোগে ওই কলেজটির অধ্যক্ষ ও কয়েক ছাত্রকে গ্রেপ্তার করেছিল পুলিশ। পরে তাদের ছেড়ে দেওয়া হয়।

(ওএস/এটিআর/জুন ১৬, ২০১৪)