আন্তর্জাতিক ডেস্ক : ভারতের তিহারে দু’টি জেল’এ কয়েদিদের বিনোদনের জন্যে দু’টি এফএম রেডিও স্টেশন চালু করা হয়েছে। খবর ডিএনএ ইন্ডিয়ার।

কয়েদখানার মহাপরিচালক বিমল মেহেরা জানিয়েছেন, এ দু’টো রেডিও স্টেশন মে মাসে চালু করা হয়েছে। ভারতের কেয়ার টুডে ফাউন্ডেশনের সহযোগিতায় এই রেডিও স্টেশন দু’টো চালু করা হয়।

এই রেডিও স্টেশনগুলো বন্দীদের নানাভাবে সাহায্য করবে বলে কর্তৃপক্ষ মনে করছে। বিনোদনের পাশাপাশি তাদের গুরুত্বপূর্ণ তথ্যও দেয়া হবে। ইতিমধ্যেই কয়েদিদের রেডিও জকি হিসেবে প্রশিক্ষণ দেয়া হচ্ছে।

(ওএস/এটিআর/জুন ১৬, ২০১৪)