ফরিদপুর প্রতিনিধি : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, বিএনপি কখনো দেশের উন্নয় চায় না।

তিনি বলেন, বাংলাদেশের খুব কাছ দিয়েই সাবমেরিন কেবল গেছে। তখন আমাদের বিনামূল্যে সংযোগ দিতে চেয়েছিলো কর্তৃপক্ষ। বিএনপি তখন ক্ষমতায় ছিল তারা সংযোগ নেয়নি। এখন টাকা দিয়ে কিনে সংযোগ নিতে হচ্ছে আমাদের। সময়মতো সাবমেরিন কেবলে যুক্ত হলে অনেক আগেই উন্নয়নের শিখরে পৌঁছাতো বাংলাদেশ।

শুক্রবার বিকেলে ফরিদপুর শহরের অম্বিকা ময়দানে তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে এসব কথা বলেন সমবায় মন্ত্রী।

ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেন, শত ভাগ ডিজিটাইলেজশন কার্যকর হলে বিভিন্ন সরকারি কাজে দুর্নীতি ও মানুষের ভোগান্তি কমে আসবে। সেই লক্ষ্যেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে কাজ করে যাচ্ছে বর্তমান সরকার।

ফরিদপুরের জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান লোকমান হোসেন মৃধা, পৌর মেয়র শেখ মাহাতাব আলী মেথু, অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা বক্তব্য রাখেন।

এছাড়া অনুষ্ঠানে প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জেলা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

মেলায় সকল সরকারি দপ্তর, বেসরকারি উন্নয়ন সংস্থাসহ বিভিন্ন বিদ্যালয়ের মোট ৫৮টি স্টল রয়েছে।

(ওএস/এএস/জানুয়ারি ২১, ২০১৭)