কুমিল্লা প্রতিনিধি : ২৫টি বৈশিষ্ট্যসম্পন্ন নিরাপদ ডিজিটাল ভোটিং মেশিন তৈরি করা হচ্ছে। এতে ভোট দেওয়া ও গণনায় কোনো ত্রুটি থাকবে না। তাছাড়া এটি কেউ হ্যাকও করতে পারবে না। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ২৫ জন অধ্যাপককে দিয়ে মেশিনটি পরীক্ষা করা হচ্ছে।

শুক্রবার বিকেলে কুমিল্লা আঞ্চলিক সার্ভার স্টেশন ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশন কাজী রকিব উদ্দিন আহমদ একথা বলেন।

রকিব উদ্দিন আহমদ বলেন, সারাদেশে নয় কোটি স্মার্টকার্ড দেওয়া হচ্ছে। এটি খুবই উন্নত মানের। এতে ফিংগার প্রিন্টের পাশাপাশি চোখের কর্নিয়ারও ছবি থাকবে।

অনুষ্ঠানে কুমিল্লার জেলা প্রশাসক মো. জাহাংগীর আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নির্বাচন কমিশনের সচিব মোহাম্মদ আবদুল্লাহ, কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা রফিক উদ্দিন মন্ডল, কুমিল্লা অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল মোমেন, কুমিল্লার সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম, নোয়াখালীর সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. মনির হোসেন, চাঁদপুরের জেলা নির্বাচন কর্মকর্তা মো. আতাউর রহমান, ব্রাহ্মণবাড়িয়া জেলার নির্বাচন কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন ও ফেনী জেলার নির্বাচন কর্মকর্তা মেজবাহ উদ্দিন, লক্ষ্মীপুর জেলা নির্বাচন কর্মকর্তা সোহেল সামাদ।

(ওএস/এএস/জানুয়ারি ২১, ২০১৭)