ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন বঙ্গবন্ধু বাঙ্গালি জাতিকে রাজনৈতিক চর্চা করতে উদ্বুদ্ধ করেছেন। এক সময় ছিল যখন ছাত্ররা সঠিক রাজনীতি চর্চা করত। এখন সেই ছাত্র রাজনীতি নেই। সত্তরের দশকে বঙ্গবন্ধুর কথায় অনুপ্রাণিত হয়ে আমরা রাজনীতি করেছি।

বর্তমান সরকার উন্নয়নের সরকার। এখন বিশ্ব হাতের মুঠোয়। জনসেবা করে কোন বক্তব্য মানুষের কাছে পৌছাতে হয়না। তথ্য প্রযুক্তির মাধ্যমে অতি অল্প সময়ে সকল কিছু আদান প্রদান করা সম্ভব। তিনি শনিবার ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নামে প্রতিষ্ঠিত নজরুল বালিকা উচ্চ বিদ্যালয়ের ৫০তম সুবর্ণ জয়ন্তী ও গুনীজন সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন।

স্কুল ম্যানেজিং কমিটির সভঅপতি ও ত্রিশাল পৌর মেয়র এবিএম আনিছুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৪ আসনের সাংসদ এড. নাজিম উদ্দিন আহমেদ, জেলা আওয়ামীলীগের সভাপতি এড. জহিরুল হক খোকা, সাধারণ সম্পাদক এড. মোয়াজ্জেম হোসেন বাবুল, কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহীত উল আলম, জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট জহিরুল হক খোকা, ময়মনসিংহ মহানগর আওয়ামীলীগের সভাপতি এহতেশামুল আলম, ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার আবু জাফর রিপন প্রমুখ।

সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রনালয়ের সিনিয়র সচিব মেজবাহ উল আলম, দুর্নীতি দমন কমিশনের মহা-পরিচালকের অতিরিক্ত সচিব ড. সামসুল আরেফিন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের কল-কারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের মহা-পরিদর্শক সৈয়দ আহমেদ, ভূমি মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব মোঃ আতাউর রহমান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিইজেডএ জেনারেল ম্যানেজার মোস্তাক হাসান, বাংলাদেশ বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন কর্নেল আশরাফ ফারুক প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ আশরাফ আরো বলেন, ছাত্রছাত্রীদের ইন্টারনেট ব্যবহারের প্রতি আরো সচেতন হতে হবে। তথ্য প্রযুক্তি জ্ঞান ছাড়া বর্তমান বিশ্বে কোন অবস্থানের সুযোগ নেই। সঠিক রাজনৈতিক চর্চার মাধ্যমে আমাদেরকে গতানুগতিক রাজনীতি থেকে বের হয়ে আসতে হবে।

(এমএন/এএস/জানুয়ারি ২১, ২০১৭)