স্পোর্টস ডেস্ক, ঢাকা : টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে মোহাম্মদ হাফিজ বাহিনীর বিদায়ের পর গণমাধ্যমের সামনে দল নিয়ে খোলাখুলি সমালোচনা করায় পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) রোষানলে পড়েছেন শহিদ আফ্রিদি। পিসিবি তাকে শোকজ নোটিশ পাঠিয়েছে।

বাংলাদেশে সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নিজেদের শেষ ম্যাচে হারের পিছনে দলের ক্রিকেটারদের ‘ডিফেন্সিভ নীতি’কে দায়ী করেছিলেন আফ্রিদি। এই ভাবে টুর্নামেন্ট চলাকালীন প্রকাশ্যে দলের সমালোচনা করে পাকিস্তান ক্রিকেট কর্মকর্তাদের চোখ রাঙ্গানির সামনে পড়লেন আফ্রিদি। এজন্য পাকিস্তানি অলরাউন্ডারকে কারণ দর্শানোর নোটিশ দেয় পিসিবি৷


কেবল খেলার প্রসঙ্গই নয়, ভবিষ্যতে পাকিস্তানের টি-টোয়েন্টি দলের অধিনায়ক হওয়ার প্রস্তাব পেলেও তিনি সেই দায়িত্ব নিতে প্রস্তুত বলেও সাংবাদিকদের স্পষ্ট জানিয়েছিলেন আফ্রিদি। তবে শোকজ নোটিশ পাওয়ার পর আফ্রিদি বলছেন তিনি অধিনায়কত্বের জন্য লালায়িত নন। তাছাড়া যে কোনো বড় টুর্নামেন্ট শেষে দেশে ফিরে তিনি গনমাধ্যমের সাথে কথা বলেন। এবারো তার ব্যত্যয় ঘটাননি। তাই মিডিয়ার সাথে কথা বলেছেন।

(ওএস/পি/এপ্রিল ০৯,২০১৪)