নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভায় অভিযান চালিয়ে জঙ্গি কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্তা থাকার অভিযোগে দুইছাত্রকে আটক করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ইউনিট।

রবিবার রাত ১১টার দিকে পৌরসভার ৮নং ওয়ার্ড থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, আমজাদুল ইসলাম রাসেল (২৩) ও আবু আবদুল্যাহ ইসতিয়াক (১৭)। আমজাদু ইসলাম রাসেল পৌরসভার ৮নং ওয়ার্ডের নাছির উদ্দিনের ছেলে। তিনি আমজাদুল ইসলাম রাসেল ঢাকা উত্তরা বিশ্ববিদ্যালয়ের সপ্তম সেমিস্টারের ছাত্র।

এছাড়া আবু আবদুল্যাহ ইসতিয়াক কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া গ্রামের সারোয়ার লিটনের ছেলে। সে চলতি বছরের বসুরহাট উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী।

কোম্পানীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ফজলে রাব্বী জানান, রাত ১১টার দিকে বসুরহাট থেকে জঙ্গি সন্দেহে দুই ছাত্রকে আটক করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ইউনিট। রাতেই তাদের ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে।

(ওএস/এএস/জানুয়ারি ২৩, ২০১৭)