মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরে অগ্নিকান্ডে ১৫ টি দোকান ভস্মীভুত হয়েছে। জেলার সদর উপজেলার মস্তফাপুর বাজারে সোমবার ভোর পাঁচটার দিকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। প্রায় ২ ঘণ্টার চেষ্টা মাদারীপুর ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার ভোর পাঁচটার দিকে মস্তফাপুর বাজারে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যেই আগুন আশেপাশের দোকানগুলো ছড়িয়ে পরলে বাজারে অবস্থিত দোকানগুলোর মধ্যে সারের দোকান, কসমেটিকস, স্বর্ণকারের দোকান, জুতা-স্যান্ডেল ও হার্ডওয়ার এর দোকানসহ ১৫টি দোকান পুড়ে যায়। এসকল দোকানে থাকা মালামাল অনুযায়ী কমপক্ষে ৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা জানান।

খবর পেয়ে মাদারীপুর ফায়ার সার্ভিস এর একটি দল ঘটনাস্থলে ছুটে আসে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় সকাল সাতটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

মাদারীপুর ফায়ার সার্ভিস এর স্টেশন অফিসার নিত্য গোপাল সরকার বলেন, ধারণা করা হচ্ছে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে।

(এএসএ/এএস/জানুয়ারি ২৩, ২০১৭)