নোয়াখালী প্রতিনিধি : “মা-বাবাই আমার শ্রেষ্ঠ সম্পদ”  শ্লোগানকে সামনে রেখে নোয়াখালী সুবর্ণচর উপজেলায় পালিত হল অভিভাবক সমাবেশ। সোমবার সকাল ১০ টায় দক্ষিণ চরজব্বর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজ সেবক ফরহাদ হোসেন চৌধুরী বাহারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সুবর্ণচর উপজেলা নির্বাহী অফিসার মোঃ হারুন অর রশিদ, বিশেষ অতিথি ছিলেন সুবর্ণচর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রেজাউল করিম, সহকারি শিক্ষা অফিসার আজিজুর রহমান, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- শহীদ জয়নাল আবেদীন মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক বাবু শিমুল চন্দ্র দাস, সুবর্ণচর উপজেলার ইন্সট্রাক্টর ইউআরসি আজহারুল ইসলাম, ২৪ নং মধ্যম বাগগ্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল ওয়াদুদ, গোলাম মাওলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নাল আবেদীন, পূর্ব চরজব্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রতন কুমার দাস, দক্ষিণ চরজব্বর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিজাম উদ্দিন, অনুষ্ঠান পরিচালনা করেন, সহকারি প্রধান শিক্ষক নাসিম ফারুকী।

এছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষার্থীদের অভিভাবক বৃন্দ। বক্তারা মা-বাবার প্রতি দায়িত্ব ও কর্তব্য এবং তাদের সার্বিক তত্ত্বাবধানের জন্য শিক্ষার্থীদের অনুরোধ জানান। সেই সাথে শিক্ষার্থীদের দিয়ে এক গ্লাস শরবত খাইয়ে প্র্যাকটিস করানো হয়।

(আইউএস/এএস/জানুয়ারি ২৩, ২০১৭)