স্টাফ রিপোর্টার : বিএনপি দেশের অর্থনৈতিক উন্নয়নকে বাধাগ্রস্ত করতে চায় বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

মঙ্গলবার সকালে রাজধানীর বকশিবাজারে নবোকুমার ইনস্টিটিউটে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এ মন্তব্য করেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, বিএনপি ২০১৩ সালে জ্বালাও-পোড়াওয়ের মাধ্যমে দেশের অর্থনীতিকে ধ্বংসের পরিকল্পনা করেছিল, কিন্তু তারা ব্যর্থ হয়েছে। বরং দেশের অর্থনীতি আগের চেয়ে অনেক গতিশীল হয়েছে। বাংলাদেশ অর্থনীতিতে সমৃদ্ধশালী রাষ্ট্র হওয়ায় দেশে-বিদেশে খ্যাতি অর্জন করতে সক্ষম হয়েছে।

তিনি বলেন, দেশের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি ব্যাংকের রেমিটেন্স ও তৈরি পোশাক খাতের রফতানি বৃদ্ধি পেয়েছে। সেই সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর সব স্বপ্ন বাস্তবায়ন করছেন।

বাংলাদেশ অর্থনীতিতে বিশ্বের একটি রোল মডেল হিসেবে পরিচিত বলেও মন্তব্য করেন বাণিজ্যমন্ত্রী।

নির্বাচন প্রসঙ্গে মন্ত্রী বলেন, বিএনপির নতুন কোনো প্রস্তাব করে লাভ হবে না। কারণ যে সরকার ক্ষমতায় আছে সামনের দিনে সে সরকারের আমলে সংবিধান অনুযায়ী সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে।

অালোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।

(ওএস/এএস/জানুয়ারি ২৪, ২০১৭)