নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হল ২০১৭ সনের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল। মঙ্গলবার সকাল ১০টায় সুবর্ণচর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান শহীদ জয়নাল আবেদীন মডেল উচ্চ বিদ্যালয়ে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সুবর্ণচর উপজেলা নির্বাহী অফিসার হারুন অর রশিদ এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা আওয়ামীলীগের সভাপতি ও সুবর্ণচর উপজেলা চেয়ারম্যান এইচ এম খায়রুল আলম চৌধুরী সেলিম, বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ৫নং চরজুবলী ইউনিয়ন চেয়ারম্যান মোঃ হানিফ চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম চৌধুরী।

উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী নজরুল ইসলাম ও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির পক্ষে বিশিষ্ট শিক্ষানুরাগী সিরাজ হায়দার বেলাল, চরজব্বর স্বাস্থ্য কমপ্লেক্স এর আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আব্দুর রহিম, আবুল কালাম আজাদ, আবুল কালাম মিন্টু, চরজব্বর ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক আব্দুল মালেক সহ উপজেলার নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ ও বিদায়ী শিক্ষার্থীবৃন্দ। বক্তারা শিক্ষার্থীদের পূর্বের স্মৃতিচারণ করে ভবিষ্যতে দেশের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে অনুরোধ জানান এবং এসএসসি পরীক্ষায় ভাল ফলাফল করার জন্য নিজেকে প্রস্তুত করতে নানা বিষয়ে আলোচনা করেন।

(এমএনইউ/এএস/জানুয়ারি ২৪, ২০১৭)