স্টাফ রিপোর্টার : ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি একরামুল হক একরাম হত্যাকাণ্ডে গ্রেফতার শ্যুটার রাসেল প্রকাশ ইঞ্জিনিয়ার রাসেলকে ফের ৩ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

সোমবার দুপুরে তাকে সিনিয়র জুডিশিয়ল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা ৫ দিনের রিমান্ড আবেদন করেন।

জানা যায়, এ হত্যাকাণ্ডে রাসেল জড়িত থাকার কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। আরো তথ্য উদ্ঘাটন করতে আদালতে ৫ দিনের রিমান্ড আবেদন জানানো হয়।

শুনানি শেষে আদালতের বিচারক মো. খায়রুল আমিন ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে তাকে ৫ দিনের রিমান্ডে নেওয়া হয়। তিনি একাডেমি এলাকার আবদুর রহিমের ছেলে।

২০ মে ফেনী শহরের জনাকীর্ণ সড়কে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে ও গুলি করে হত্যার পর একরামকে বহনকারী গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়।

এ ঘটনায় ফেনী সদর আসনের সংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারীর মামাতো ভাই আবিদ, ফুলগাজী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক জাহিদ চৌধুরীসহ ২৮ জনকে গ্রেফতার করা হয়েছে।


(ওএস/এটিআর/জুন ১৬, ২০১৪)