বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের কচুয়া থানা পুলিশ অভিযান চালিয়ে একাত্তরে মানবতা বিরোধী যুদ্ধ অপরাধ মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামী আব্দুল আলী মোল্লাকে (৭৫) আটক করেছে। মঙ্গলবার রাতে কচুয়া উপজেলার উদানখালী গ্রামের তার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। গ্রেফতারের পরপরই কড়া পুলিশ প্রহরায় মঙ্গলবার রাতেই এ্যম্বুলেন্সে করে  ৭১এর কুখ্যাত রাজাকারকে ঢাকায় পাঠিয়ে দেয়া হয়েছে।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কবিরুল ইসলাম মোল্লা বলেন, আটক আব্দুল আলী মোল্লা ১৯৭১ সালের ২৩ মার্চ সকাল ১০টায় একই এলাকার উকিল উদ্দিন মাঝীকে বাড়ী থেকে ধরে নিয়ে তৎকালিন আলীপুর সংলগ্ন উদানখালী কাঠেরপুলের উপর অমানুষিক নির্যাতন করে হত্যা করে। পরে ২০০৯ সালের ২৮জুন উকিল উদ্দিন মাঝীর স্ত্রী বাদী হয়ে ৪ জনকে আসামী করে মামলা করেন।

আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করলে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে উদানখালী গ্রামে তার নিজ বাড়ী থেকে আব্দুল আলীকে আটক করা হয়। রাজাকার আব্দুল আলী বয়সের ভাবে শারীরীক ভাবে চলাচলে অক্ষম।

(একে/এএস/জানুয়ারি ২৫, ২০১৭)