রংপুর প্রতিনিধি : রংপুরের পীরগাছা উপজেলার ব্যবসায়ী চুন্নু মিয়া হত্যা মামলায় চারজনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।

বুধবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- পীরগাছা উপজেলার মহিষমারী গ্রামের ইসাহাক আলীর ছেলে সিরাজুল ইসলাম (৪০), একই উপজেলার জুয়েল, সুমন ও বগুড়ার মাটিঢালী এলাকার শাহীন।

মামলায় বগুড়ার মাটিঢালী এলাকার আলম নামে অপর এক আসামির তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। রায় ঘোষণার সময় অন্যরা পলাতক থাকলেও অভিযুক্ত সিরাজুল আদালতে উপস্থিত ছিলেন।

মামলা ও আদালত সূত্রে জানা যায়, স্টুডিও এবং মোটরসাইকেল ব্যবসায়ী চুন্নু মিয়ার সঙ্গে আসামি সিরাজুল ইসলামের ব্যবসা সংক্রান্ত বিষয়ে দ্বন্দ্বের জেরে ২০১২ সালের ২৩ আগস্ট রাতে পরিকল্পিতভাবে অপর আসামিদের সহযোগিতায় মিঠাপুকুর উপজেলার জালালগঞ্জ গায়ানচৌকি নামক এলাকায় কুপিয়ে হত্যা করা হয় চুন্নু মিয়াকে।

এ ঘটনায় নিহতের ভাই আলতাব হোসেন বাদী হয়ে ২৫ আগস্ট পীরগাছা থানায় একটি হত্যা মামলা করেন। বুধবার এর রায় ঘোষণা করা হয়।

(ওএস/এএস/জানুয়ারি ২৫, ২০১৭)