স্টাফ রিপোর্টার : পহেলা রমজান থেকেই সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের নির্দেশনা দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ নির্দেশনা আসে।

বৈঠকে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ১০ রমজানের পর থেকে স্কুল-কলেজসহ সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের প্রস্তাব দিলে প্রধানমন্ত্রী রমজানের শুরু থেকেই ছুটি ঘোষণার পক্ষে সায় দেন। প্রধানমন্ত্রী বলেছেন, প্রয়োজনে গ্রীষ্মকালীন ছুটি কমিয়ে আনেন। তবু পুরো রমজান ছুটি থাকুক।

মন্ত্রিসভার বৈঠকে উপস্থিত একজন মন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

ওই সদস্য বলেন, রমজান মাসে মায়েদের সেহরির খাবার তৈরি এবং সকালে বাচ্চাদের স্কুলে আনা নেওয়ার কষ্ট লাঘবে প্রধানমন্ত্রী ছুটির পক্ষে মত দেন।

তিনি জানান, প্রধানমন্ত্রী পহেলা রমজান থেকে শিক্ষাপ্রতিষ্ঠান ছুটির জন্য ব্যবস্থা গ্রহণে শিক্ষামন্ত্রী এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীকে নির্দেশ দিয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। শিগগিরই বসে সিদ্ধান্ত নেব।

প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের বলেন, শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।

একইদিন মন্ত্রিসভার বৈঠকে আসন্ন রমজানে সরকারি, আধা সরকারি, স্বায়ত্বশাসিত, আধাস্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের জন্য সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত অফিস সূচি অনুমোদন করা হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৩০ জুন থেকে বাংলাদেশে পবিত্র রমজান মাস শুরু হবে।

(ওএস/এটিআর/জুন ১৬, ২০১৪)