নওগাঁ প্রতিনিধি : নওগাঁর বদলগাছীতে মেলার নামে হাউজি, জুয়া, লটারী, অশ্লীল নৃত্য ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে সোমবার সকালে বদলগাছী উপজেলা অসামাজিক কার্যকলাপ প্রতিরোধ কমিটির উদ্যোগে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।

সকাল সাড়ে ১০টা থেকে উপজেলা পরিষদ চত্বরের সামনের প্রধান সড়কের পার্শ্বে প্রায় ঘন্টাকালব্যাপী এই মানববন্ধন পালিত হয়। মানববন্ধন চলাকালে এ মেলা এবং অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে উপজেলা অসামাজিক কার্যকলাপ প্রতিরোধ কমিটির আহবায়ক হাফেজ সোলাইমান আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, বদলগাছী উপজেলা চেয়ারম্যান মোস্তফা অলি আহম্মেদ রুমী চৌধুরী, ভাইস চেয়ারম্যান স.ম. ফজলুল হক, হাফেজ ডা. সামসুল হক, মাওলানা আব্দুল মতিন, শিক্ষক আব্দুস সোবহান, সাবেক ছাত্রনেতা রেজাউন নবী স্যান্ডো, মনিরুজ্জামান, আহসান হাবীব লিটন প্রমূখ। বক্তাগণ আগামী শুক্রবারের মধ্যে মেলার কার্যক্রম বন্ধের আহবান জানান। অন্যথায় হরতালসহ কঠোর কর্মসূচি প্রদানের মাধ্যমে মেলা উচ্ছেদে বাধ্য করা হবে বলে হুশিয়ারী উচ্চারণ করেন।

(বিএম/এএস/জুন ১৬, ২০১৪)