স্টাফ রিপোর্টার :  দশম জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশনের সোমবারের অধিবেশন শুরু হয়েছে।

সোমবার বিকেল ৪টা ০০০ মিনিটে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে দিনের কার্যসূচি শুরু হয়। অধিবেশনের শুরুতেই রয়েছে মন্ত্রীদের জন্য নির্ধারিত প্রশ্নোত্তর টেবিলে উত্থাপন। এর পরই রয়েছে ২০১৪-১৫ অর্থবছরের বাজেটের উপর সাধারণ আলোচনা।

দশম জাতীয় সংসদের যাত্রা শুরু হয় ২৯ জানুয়ারি। প্রথম অধিবেশন শেষ হয় ১০ এপ্রিল। দশম সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু হয় ৩ জুন, চলবে ৩ জুলাই পর্যন্ত। আগামী ২৯ জুন বাজেট পাস হবে।

(ওএস/এটিআর/জুন ১৬, ২০১৪)