নওগাঁ প্রতিনিধি : নওগাঁর সাপাহারে মৎস্য সংরক্ষণে ফরমালিনের ব্যবহার নিয়ন্ত্রন ও ভয়াবহতা সম্পর্কে গণসচেতনতা সৃষ্টি প্রকল্পের আওতায় গণসচেতনতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা মৎস্য অফিসার মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফরমালিনের ভয়াবহতার ওপর বিশেষ গুরুত্ব রেখে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিন মিঞা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা মৎস্য অধিদপ্তরের ক্ষেত্র সহকারী নূরুননবী। উপজেলার ২৫ জন মৎস্যজীবি ও মৎস্য ব্যবসায়ীদের নিয়ে এ প্রশিক্ষন অনুষ্ঠিত হয়।
(বিএম/এএস/জুন ১৬, ২০১৪)