সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি : মুন্সীগঞ্জ সিরাজদিখান উপজেলার কুচিয়ামোড়া আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে শুক্রবার সকাল সারে ৮ থেকে দিনব্যাপি লায়ন্স ক্লাব অব ঢাকা মার্ক এর উদ্যোগে বিনামুল্যে হতদরিত্রদের মাঝে চক্ষু চিকিৎসা সেবা অনুষ্ঠিত হয়েছে । এ সময় চোখের সমস্যা জনিত বিভিন্ন রোগের এতে প্রায় ৩০০ জন রোগীকে চিকিৎসা সেবা  দেওয়া হয় । ১৫০ জন রোগীকে ফ্রি চশমা, ওষুধ প্রদান করা হয়।

লায়ন্স ক্লাব অব ঢাকা মার্কএর সভাপতি লায়ন মোঃ ইবাল খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমজেএফ(সদ্যপ্রাপ্ত জেলা গর্ভন,জেলা ৩১৫এ১) কল্পনা রাজিউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিএমজেএফ ডা:এম,এ হালিম পাটোয়ারী , পিএমজেএফ রবিউল হক, পিএমজেএফ মোঃ নূরুল হুদা,ফজলে কাদের মুকুল, কুচিয়ামোড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ সভাপতি মোঃ আশ্রাফ আলী মনিরজ্জামান, লায়ন্স ক্লাব অব ঢাকা মার্ক এর কোষাদক্ষ মনির হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে অতিথিরা বলেন,সমাজকল্যানে যারা কাজ করেন তারাই প্রকৃত মানব প্রেমীক। সমাজের সকলকে নিজ নিজ অবস্থানে থেকে কাজ করলে সমাজ সুন্দর ও সুসৃংঙ্খল হবে। তাই মানবতার বিপর্য়য় তথা দুস্থ পীড়িতদের কল্যানে বিত্তবানসহ সকল স্তরের জনসাধারনকে এগিয়ে আসতে হবে।আর্তমানবতার সেবার এই কার্যক্রমকে সাধুবাদ জানান তারা।

(এসডিআর/এএস/জানুয়ারি ২৭, ২০১৭)