বরগুনা প্রতিনিধি : বরগুনার বামনা উপজেলা পরিষদের ২০১৪-১৫ অর্থবছরের নতুন উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার সকালে  উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে এ বাজেট ঘোষণা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সাইতুল ইসলাম লিটু মৃধা। বাজেটে সম্ভাব্য আয় ধরা হয়েছে ১ কোটি ১৩ লাখ ২২ হাজার ২০০ টাকা এবং সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৭৯ লাখ ৫৪ হাজার ৪০০ টাকা। উদ্বৃত্ত তহবিল ধরা হয়েছে ৩৩ লাখ ৬৭ হাজার ৮০০ টাকা।

বামনা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সাইতুল ইসলাম লিটু মৃধা সভাপতিত্বে বক্তব্য দেন বামনা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলমগীর হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম সাব্বির ফেরদৌস তালুকদার, মোসা. নাজমুন্নাহার নাজু, প্রেসক্লাব আহবায়ক ওবায়দুল কবির আকন্দ দুলাল, রামনা ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম জোমাদ্দার, বুকাবুনিয়া ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান সবুজ, ডৌয়াতলা ইউপি চেয়ারম্যান হেমায়েত মৃধা, জাতীয় পার্টির সভাপতি মো. ফারুক আহম্মেদ আকন, ছাত্রলীগ সাধারন সম্পাদক এড. জাহাঙ্গীর হোসেন মোল্লাসহ শিক্ষক ও সুধী সমাজের বিভিন্ন নেতৃবৃন্দ।
(এমএইচ/এএস/জুন ১৬, ২০১৪)