জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাট সদর উপজেলার আমদই ইউনিয়নে ঘুর্ণিঝড়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মাঝে ২১ টন চাল বিতরণ করা হয়েছে।

সোমবার সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত সদর উপজেলার আমদই ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক জাকির হোসেন ক্ষতিগ্রস্তদের মধ্যে এ চাল বিতরণ করেন।

এ সময় জয়পুরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ ফজলুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানুর রহমান, নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান ও আমদই ইউপি চেয়ারম্যান গোলাম রাব্বানী উপস্থিত ছিলেন।

দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের অনুদানে ২১ হাজার কেজি চাল ৭০০ জন ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে জেলা প্রশাসনের মাধ্যমে বিতরণ করা হয়।

এর আগে গত শুক্রবার (১৩ জুন) ঝড়ে কয়েকটি গ্রামের শতাধিক বাড়িঘর, গাছপালার ব্যাপক ক্ষতি হয়। এ সময় ঝড়ে কাশিয়া চাপর গ্রামে মাটির দেওয়াল ধ্বসে ঘটনাস্থলেই মারা যান মা-ছেলে।

(ওএস/এটিআর/জুন ১৬, ২০১৪)