স্টাফ রিপোর্টার : প্রশাসনিক ও ব্যক্তিগত সাত জন কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে ক্যাডার বাহির্ভূত (নন-ক্যাডার) সহকারী সচিব করা হয়েছে।

সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত্র একটি আদেশ জারি করে।

সাত কর্মকর্তা হলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা আনোয়ার হোসেন, প্রধানমন্ত্রী কার্যালয়ের ব্যক্তিগত কর্মকর্তা মহীউদ্দিন মিয়া, শিক্ষা মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা হয়দার আলী মোল্লা, অর্থ বিভাগের গোলাম সারওয়ার, মো. আব্দুল গফুর, মোহাম্মদ আলী এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের প্রশাসনিক কর্মকর্তা নাহরিন সুলতানা।

আদেশে বলা হয়, সরকারি কর্ম কমিশন সচিবালয়ের ৩ জুনের সুপারিশের ভিত্তিতে সাত জন প্রশাসনিক কর্মকর্তা ও ব্যক্তিগত কর্মকর্তাকে সচিবালয়ের সহকারী সচিব (ক্যাডার বহির্ভূত) পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত এসব কর্মকর্তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা পদে নিয়োগ করা হলো বলে এতে জানানো হয়।

(ওএস/এটিআর/জুন ১৬, ২০১৪)