মনুষ্যত্বের অভাব

মানুষ মানুষ মহা মানুষ
মানুষ বহুরূপী
মানুষ গুলো স্বার্থ খুঁজে
জীবন বহুমুখী।

যাকে তুমি বাসবে ভালো
সে-ই দিবে বেদনা
এসব ভেবে মিছেমিছি
তুমি যেন কেঁদোনা।

সময় কভু করেনি ক্ষমা
কালের ব্যবধানে
দুঃসহ স্মৃতির রীতিনীতি
রেখে দিও মনে।

একদিন হয়তো আসবে সময়
বুঝিয়ে দিতে পাওনা
সেদিন অতীত রেখো স্মরণ
কোন কিছুই ফাও না!

অতীত যদি ভুলে যাও
বদলাবে না স্বভাব
আজীবনই থাকবে বুঝি
মনুষ্যত্বের অভাব!