সিরাজগঞ্জ প্রতিনিধি : এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) প্রেসিডেন্ট তাকিহিকো নাকাও বলেছেন, বাংলাদেশের মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা উন্নয়নের জন্য সহায়তা বাড়াবে এডিবি।

মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা উন্নয়নের জন্য প্রথমে মাদ্রাসা শিক্ষকদের যোগ্যতা বাড়াতে কার্যকর পদক্ষেপ নিতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

সোমবার সকাল পৌনে ১২টার দিকে এডিবির অর্থ্যায়নে সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলি এলাকায় নির্মিত আলোকদিয়া ইসলামীয়া মডেল মাদ্রাসা পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তাকিহিকো নাকাও।

এসময় এডিবির মহাপরিচালক (ডিজি) জুয়ান মিরিন্ডা, বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর কাজুহিকো হিগুচি, রেলপথ সচিব আবুল কালাম আজাদ, সিরাজগঞ্জের জেলা প্রশাসক মো. বিল্লাল হোসেন, পুলিশ সুপার এস এম এমরান হোসেনসহ বিদ্যুৎ ও সেতু বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এরপর এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) প্রেসিডেন্ট তাকিহিকো নাকাও এডিবির অর্থ্যায়নে নির্মিত বঙ্গবন্ধু সেতু ও সয়দাবাদ ১৫০ মেগাওয়াট পিকিং পাওয়ার প্লান্ট বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেন।

(ওএস/এটিআর/জুন ১৬, ২০১৪)