আন্তর্জাতিক ডেস্ক :জাতিসংঘের নতুন মহাসচিব অ্যান্টোনিও গুতেরিস সাতটি মুসলিম দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশের নিষেধাজ্ঞার নিন্দা জানিয়েছেন। তিনি যতো দ্রুত সম্ভব এই নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়েছেন। গতকাল বুধবার এক বিবৃতিতে তিনি এই দাবি জানান। খবর দ্য গার্ডিয়ানের।
 

জাতিসংঘ মহাসচিব বলেন, জাতি, ধর্ম ও বর্ণের ভিত্তিতে নিষেধাজ্ঞা আমাদের সমাজের মূল্যবোধের সঙ্গে খাপ খায় না। তিনি বলেন, সঠিক তথ্য না নিয়ে অন্ধ পদক্ষেপে ভাল ফল আসে না। গুতেরিস লিখিত বিবৃতিতে যুক্তরাষ্ট্র কিংবা ডোনাল্ড ট্রাম্পের নাম উল্লেখ না করে বলেন, সব দেশেরই সন্ত্রাসীদের থামাতে সীমান্তে নজরদারির অধিকার আছে। কিন্তু জাতি ও ধর্মের ভিত্তিতে সেই পদক্ষেপ নেওয়া সমর্থনযোগ্য হতে পারে না। তিনি আরো বলেন, এই ধরনের নিষেধাজ্ঞা সন্ত্রাসী গোষ্ঠীকে অপপ্রচার চালানোর সুযোগ দেবে বলে উদ্বেগ সৃষ্টি হয়েছে








(ওএস/এস/ফেব্রুয়ারি ০২, ২০১৭)