পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের পটিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পটিয়ায় সংখ্যালঘু পরিবারের ওপর দুস্কৃতিকারীরা হামলা চালিয়েছে। হামলায় আহত হয়েছেন মনিন্দ্র শীলের বৃদ্ধা স্ত্রী শান্তি শীল (৬৫) ও নাতি কাঞ্চন শীল (২৮) ও পার্শ্ববর্তী পিন্টু শীল (৩৫)। রবিবার সন্ধ্যায় পৌর সদরের ৪নং ওয়ার্ডের শীল পাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

জানা গেছে, পটিয়া পৌরসভার ৪নং ওয়ার্ডের বাসিন্দা প্রকাশ শীলের পুত্র কাঞ্চন শীলের সঙ্গে জনৈক আইসক্রিম বিক্রীতার বাড়াবাড়ি হয়। এই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একই এলাকার মোহাম্মদ ছিদ্দিকসহ ৬-৭জন অজ্ঞাতনামা ব্যক্তি সংখ্যালঘু পরিবারের ওপর সন্ত্রাসী কায়দায় হামলা চালায়। লোহার রড দিয়ে মাথায় আঘাত করার কারণে বৃদ্ধা শান্তি শীলের মাথা ফেটে যায়। আহত অবস্থায় বৃদ্ধা ও বৃদ্ধার নাতিকে পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। হামলাকারীদের হাত থেকে সংখ্যালঘু পরিবারকে রক্ষা করতে গিয়ে আহত হয়েছেন পিন্টু শীল (৩৫) নামের এক যুবক। হামলাকারী মোহাম্মদ ছিদ্দিক ওই এলাকার আবু তাহের সওদাগরের পুত্র।

এ ব্যাপারে প্রকাশ শীলের পুত্র কাঞ্চন শীল বাদী হয়ে পটিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ নং- ২০৪৮/১৪ইং। সংখ্যালঘু পরিবারের ওপর হামলার খবর পেয়ে উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সভাপতি ডা. দীলিপ ভট্টাচার্য, মহানগর পূজা উদযাপন পরিষদ সভাপতি ডা. তিমির বরণ চৌধুরী দক্ষিন জেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তাপস কুমার দে, উপজেলা সাধারণ সম্পাদক এডভোকেট সঞ্জয় সরকার,ও পটিয়া পৌরসভা পূজা উদযাপন পরিষদের সেক্রেটারি পুলক চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করে হামলাকারীদের শাস্তির দাবি জানান।
(এনআই/এএস/জুন ১৬, ২০১৪)