নিউজ ডেস্ক : মুহূর্তে গোলেজানের গলার স্বর গাঢ় আর দীর্ঘ হলো। ভেজা স্বরে বলে, আপনের কাজকর্ম কিন্তু বুঝি না মিন্টুর আব্বা!

- গরীবের বউ ছাড়া যাওয়ার জায়গা নাইরে...গোলেজান...
- হইছে চুপ করেন...। স্বামীর মুখে আঙুল চাপা দিয়ে বলে গোলেজান। তার কণ্ঠে আহ্লাদ উপচে পড়ে।
লম্বা সময় পেরিয়ে যাওয়ার পর গোলেজান হারেজের বন্ধন থেকে নিজেকে মুক্ত করে হাঁপাতে হাঁপাতে বলে, মিন্টুর আব্বা, আবার সর্বনাশ করলেন!
- কী? ভয় খাওয়া কণ্ঠে জানতে চায় হারেজ।
- বউয়ের পেটে ভাত জোটাতি পারেন না, ছাওয়াল তো আরেকখান ঠিকই আসপেনে...
হারেজ কিছু বলে না। তেলচিটে রংচটা গামছা ঘাড়ের ওপর ফেলে সোজা দরজা দিয়ে বাইরে পা রাখে। আকাশে তখনও ঘনঘোর মেঘ...
গল্পের পুরোটা ও এমন আরো কিছু গল্প পড়তে কিনুন প্রেম অথবা ঘুমের গল্প। বইটি মাসুম বিল্লাহ'র লেখা ৩৮টি অনুগল্পের সমন্বয়ে প্রকাশিত। বইটি পাওয়া যাবে-
বাংলা একাডেমি, লিটলম্যাগ চত্বর, বহেরাতলার নীচে ম এর স্টলে। স্টল নং- ৬৩।

(ওএস/এএস/ফেব্রুয়ারি ০৩, ২০১৭)