মাদারীপুর প্রতিনিধি : বিএনপি আগামী জাতীয় নির্বাচনে অংশ না নিলে, তাদের দলের রেজিস্ট্রেশন বাতিল হয়ে যাবে। সার্চ কমিটি সম্পর্কে জনগণ বিভ্রান্ত নয়, ববং বিএনপি বিভ্রান্ত বলে মন্তব্য করেছেন নৌপরিবহনণন্ত্রী শাজাহান খান। শুক্রবার সকালে মাদারীপুর সরকারি ইউনাইটেড ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ে শিক্ষক-অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী আরো বলেন, সার্চ কমিটি পুরোটাই জনগণের প্রত্যাশা পূরণ হয়েছে। কিন্তু বিএনপির প্রত্যাশা পূরণ করতে পারেনি। এতে বিএনপি হতাশ ও ক্ষুব্ধ। তাই সার্চ কমিটি নিয়ে বিএনপি বিভ্রান্তি সৃষ্টি করার জন্য অপপ্রচার চালাচ্ছে, তাতে তারাই ক্ষতিগ্রস্ত হবে।

মন্ত্রী বলেন, জনগণ চায় গ্রহণযোগ্য একটি নির্বাচন কমিশন। সেই নির্বাচন কমিশন গঠনের জন্য সার্চ কমিটি যে নাম দেবে, সেটা থেকে মহামান্য রাষ্ট্রপতি নির্বাচন কমিশন গঠন করবেন। তাদের উচিৎ মহামান্য রাষ্ট্রপতি যে নির্বাচন কমিশন গঠন করবেন, সেটা মেনে নেয়া।

মাদারীপুরের জেলা প্রশাসক মো. কামাল উদ্দিন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মিয়াজউদ্দিন খান, পুলিশ সুপার মোহাম্মদ সরোয়ার হোসেন, মাদারীপুর পৌরসভার সাবেক মেয়র নূরুল আলম বাবু চৌধুরী প্রমুখ।

(ওএস/এএস/ফেব্রুয়ারি ০৩, ২০১৭)