আন্তর্জাতিক ডেস্ক : ফ্রান্সের রাজধানী প্যারিসের ল্যুভর মিউজিয়ামে হামলার চেষ্টা চালিয়েছে অজ্ঞাত এক ব্যক্তি। শুক্রবার মিউজিয়ামের সামনে ওই হামলাকারীকে গুলি করেছে এক সেনা সদস্য। পুলিশ জানিয়েছে, চাপাতি নিয়ে মিউজিয়ামের ভেতরে প্রবেশের চেষ্টা চালায় ওই হামলাকারী।

রয়টার্সের কাছে দেয়া সাক্ষাতকারে পুলিশ জানিয়েছে, একটি স্যুটকেস নিয়ে মিউজিয়ামের ভূগর্ভস্থ একটি দোকানে প্রবেশের চেষ্টা চালায় ওই ব্যক্তি।

রাজধানীর পুলিশ বাহিনীর তরফ থেকে বলা হয়েছে, ‘আমরা একটি হামলার ঘটনা মোকাবেলা করছি। হামলাকারী খুবই আক্রমনাত্মক এবং সে সরাসরি হুমকি দিয়েছে। তার এ ধরনের মন্তব্য থেকে আমরা ধারণা করছি সে একটি সন্ত্রাসী হামলা চালানোর পরিকল্পনা করছিল।’

হামলাকারী নিরাপত্তাবাহিনীর গুলিতে আহত হলে তাকে আটক করা হয়। ঘটনাস্থল থেকে আরো এক সন্দেহভাজনকে আটক করা হয়েছে। তার আচরণও সন্দেহজনক ছিল।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যালয় থেকে এক টুইট বার্তায় জানানো হয়েছে, এই ঘটনা খুবই গুরুতর।

(ওএস/এএস/ফেব্রুয়ারি ০৩, ২০১৭)