ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর জেলাজুড়ে অনুকূল পরিবেশ বিদ্যমান থাকায় যুবকদের আগ্রহী করে মৌ পালনের মাধ্যমে মধুর উৎপাদন বৃদ্ধি করতে প্রশিক্ষণ শুরু হয়েছে।

সোমবার পক্ষকালব্যাপী মৌ পালন প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন ফরিদপুরের জেলা প্রশাসক আবু হেনা মোরশেদ জানান।

বাংলাদেশ ক্ষুদ্র ও কুঠির শিল্প করপোরেশন (বিসিক) আয়োজিত এ প্রশিক্ষণ কার্যক্রমের আওতায় ১০ জন যুবক ও মহিলাকে প্রশিক্ষণের পাশাপাশি প্রয়োজনীয় উপকরণ প্রদান করা হচ্ছে। পর্যায়ক্রমে কয়েক শ যুবককে প্রশিক্ষণ প্রদান করা হবে।

প্রশিক্ষণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসিকের উপমহাব্যবস্থাপক মো. আব্দুস সালাম মোল্লা।

বক্তারা বলেন, প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে মধু চাষে যুবদের আগ্রহী করা গেলে কয়েক শ যুবকের কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি ফসলের উৎপাদন বৃদ্ধি ও বিপুল পরিমাণ মধু উৎপাদন করা সম্ভব হবে।

(ওএস/এস/জুন ১৬, ২০১৪)