ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি : সরস্বতী পুজার প্রতিমা ভাংচুরের প্রতিবাদ ও অপরাধীদের দৃষ্টান্ত মুলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে জাতীয় কবি কাজী নজরূল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।

শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ে ক্যাফে চক্রবাকের সামনে অনুষ্ঠিত ঘন্টাব্যাপী মানববন্ধনে অংশগ্রহণ করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মী ছাড়াও সাধারণ শিক্ষার্থীরা। পরে এক বিক্ষোভ মিছিল প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এক সমাবেশ করে। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি তপন কুমার সরকার, সহকারী প্রক্টর নজরুল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সোহেল রানা, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ আপেল মাহমুদ প্রমুখ।

বক্তারা অবিলম্বে দুস্কৃতিকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানান।

(এমএন/এএস/ফেব্রুয়ারি ০৪, ২০১৭)