পাবনা প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় সমকালের সাংবাদিক আব্দুল হাকিম শিমুলের হত্যার ঘটনায় যে কেউ জড়িত থাকুক তাকে ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন, এ ঘটনায় জড়িতরা যতই প্রভাবশালী হোক, যে দলেরই হোক না কেন তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হবে।

শনিবার দুপুরে পাবনা জেনারেল হাসপাতালের আইসিইউ ইউনিট উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

গত বৃহস্পতিবার একটি রাস্তার কাজ নিয়ে কালীবাড়ি এলাকায় মেয়রের ছোট ভাই পিন্টু মারধর করেন ছাত্রনেতা বিজয়কে। এতে তার হাত-পা ভেঙে যায়। এ খবর ছড়িয়ে পড়লে দলের কর্মী-সমর্থক ও বিজয়ের মহল্লা কান্দাপাড়ার লোকজন ক্ষুব্ধ হয়ে দিলরুবা বাস টার্মিনাল এলাকায় গিয়ে মহাসড়ক অবরোধ করে। এক পর্যায়ে অবরোধকারীদের একটি অংশ একটি বিক্ষোভ মিছিল নিয়ে মনিরামপুর মেয়রের বাড়ির সামনে যায়। এ সময় কয়েকজন মেয়রের বাসা লক্ষ্য করে ঢিল ছুড়ে। এ সময় মেয়রের সহোদর পিন্টু ও তার সমর্থকদের সঙ্গে বিক্ষোভকারীদের সঙ্গ সংঘর্ষ বাঁধে। এক পর্যায়ে মেয়র তার ব্যক্তিগত শটগান থেকে গুলি করেন।

এ সময় দৈনিক সমকালে শাহজাদপুর উপজেলা প্রতিনিধি আব্দুল হাকিম শিমুলের মাথায় ও মুখে গুলি লাগে। শুক্রবার বগুড়া থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে দুপুরে মারা যান শিমুল। এই খবর শাহজাদপুর এলাকায় ছড়িয়ে পড়লে মুহূর্তের মধ্যে মেয়র মিরু আত্মগোপনে চলে যান।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে নাসিম বলেন, ‘আওয়ামী লীগের মতো বড় দলে ছোটখাট কোন্দল থাকা অস্বাভাবিক নয়। তবে সীমালঙ্ঘনকারীদের অপরাধের দায় দল নেবে না।’

এর আগে মন্ত্রী পাবনা জেনারেল হাসপাতালের চার শয্যাবিশিষ্ট আইসিইউ ইউনিট উদ্বোধন করেন। এ সময় তিনি পাবনা মেডিকেল কলেজের ৫০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল, বার্ন ইউনিটসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের প্রতিশ্রুতি দেন।

পরে মন্ত্রী পাবনা ডায়াবেটিক সমিতির ভূমি হস্তান্তর অনুষ্ঠানে যোগ দেন।

(ওএস/এএস/ফেব্রুয়ারি ০৪, ২০১৭)