স্পোর্টস ডেস্ক, ঢাকা : আকরাম দুজনের নামই। একজন বাংলাদেশের সাবেক অধিনায়ক আকরাম খান,  আরেকজন পাকিস্তানের সুইং অব সুলতান’ ওয়াসিম আকরাম। দুজনের বন্ধুত্বটাও বেশ গাঢ়। সেই বন্ধুত্বের সুবাদে ওয়াসিমকে বাংলাদেশ জাতীয় দলের বোলিং উপদেষ্টা হওয়ার প্রস্তাব দিয়েছিলেন আকরাম খান। সেই প্রস্তাবে সায় দিয়েই বিশ্ব টি-টোয়েন্টি শেষে বাংলাদেশ ছেড়েছেন ওয়াসিম।

বিসিবি পরিচালক আকরাম বলেন, ওর সঙ্গে আমি দুই ঘণ্টার মতো কথা বলেছি। পূর্ণকালীন কোচ হওয়ার সময় তো আর নেই। তবে বাংলাদেশের খণ্ডকালীন বোলিং উপদেষ্টা হওয়ার মৌখিক সম্মতি জানিয়ে গেছে আমাকে।


কিন্তু মৌখিক সম্মতিই শেষ কথা নয়। কাগজে-কলমে লিখিত চুক্তি করার ব্যাপারও আছে। সেই সঙ্গে তাকে কখন-কোথায়-কিভাবে কাজে লাগানো হবে, এরও একটি রূপরেখা তৈরির ব্যাপার আছে। এসব বিষয়ই বিসিবির পরিচালনা পর্ষদের পরবর্তী সভায় তুলবেন বলে জানিয়েছেন পরিচালক আকরাম খান।


তিনি বলেন, ওয়াসিমের সঙ্গে আলাপটা ছিল ব্যক্তিগত পর্যায়ের। বোর্ডকে এখনো এ বিষয়ে কিছুই জানানো হয়নি। পরবর্তী বোর্ডসভায় আমি এটা তুলব। ওকে আমরা বছরে কত দিনের জন্য চাই বা কোন কোন দলের সঙ্গে ওকে জুড়ে দেওয়া হবে, বোর্ডসভায়ই এসব চূড়ান্ত হবে বলে আশা করছি।


আকরামের কথাতেই পরিষ্কার যে ওয়াসিম আকরামকে নিয়ে ভাবনাটা শুধুই জাতীয় দলকেন্দ্রিক নয়। নিজেও বললেন, আমি ব্যক্তিগতভাবে ওয়াসিমকে শুধু জাতীয় দলের বোলিং উপদেষ্টা করার পক্ষপাতী নই।

(ওএস/পি/এপ্রিল ০৯,২০১৪)