আন্তর্জাতিক ডেস্ক : ভারতের তামিলনাড়ু প্রদেশের মুখ্যমন্ত্রী হচ্ছেন প্রয়াত মুখ্যমন্ত্রী জয়ললিতার দীর্ঘদিনের রাজনৈতিক বান্ধবী শশীকলা নটরাজন। অল ইন্ডিয়া আন্না দ্রাবিড়া মুনেত্রা কাজাগাম (এআইএডিএমকে) দলের এক বৈঠকে তাকে দলনেত্রী নির্বাচন করে। এরপরই রবিবার মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন মুখ্যমন্ত্রী ও পন্নিরসেলভম।

মুখ্যমন্ত্রীর পদ থেকে ও পন্নিরসেলভম পদত্যাগ করায় এআইএডিএমকে সাধারণ সম্পাদক শশীকলা নটরাজনই পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন বলে ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হচ্ছে। এআইএডিএমকে বলছে, ‘আম্মা’ জয়ললিতার ছেড়ে যাওয়া পদ ‘চিন্নাম্মা’ শশীকলার হাতে তুলে দিতেই ইস্তফা দিয়েছেন পন্নিরসেলভম।

তামিলনাড়ুতে এআইএডিএমকে ক্ষমতায় থাকা সত্ত্বেও বেশ কয়েক বার আইনি জটিলতায় জয়ললিতাকে মুখ্যমন্ত্রী পদ থেকে সাময়িকভাবে সরে থাকতে হয়েছিল। যতবার জয়া সরে থেকেছেন, ততবারই তার হয়ে রাজ্যপাট সামলেছেন তার বিশ্বস্ততম অনুগামী ও পন্নিরসেলভম।

জয়া মুখ্যমন্ত্রী থাকাকালীন যখন অসুস্থ হয়ে পড়েন, তখনও ক্যাবিনেটের ‘নাম্বার-টু’ ব্যক্তিত্ব হিসেবে মন্ত্রিসভার বৈঠকে পন্নিরসেলভমই সভাপতিত্ব করতেন। তাই স্বাভাবিক ভাবেই জয়ার মৃত্যুর পর পন্নিরসেলভমই মুখ্যমন্ত্রী হয়েছেন। কিন্তু জয়ললিতার দীর্ঘদিনের বান্ধবী শশিকলা যেভাবে দ্রুত তামিল রাজনীতিতে সক্রিয় হয়ে উঠছিলেন। দলের একটি অংশ শশীকলার মুখ্যমন্ত্রিত্বের দাবিতে প্রকাশ্যে আলোচনাও শুরু করেছিল। আনন্দবাজার।

(ওএস/এএস/ফেব্রুয়ারি ০৫, ২০১৭)