মাদারীপুর প্রতিনিধি :মাদারীপুরের  কালকিনি উপজেলার শিকারমঙ্গল ইউনিয়নের  মিয়ারহাট লঞ্চঘাট থেকে রবিবার সকালে প্রায় ৭শ মণ জাটকাসহ তিনজনকে আটক করেছে মাদারীপুর র‌্যাব- ৮। পরে ভ্রাম্যমাণ আদালত একজনকে ১ বছর জেল ও দুইজনকে জরিমানা করেছে।

র‌্যাব, ভ্রাম্যমাণ আদালত ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদারীপুর র‌্যাব ৮ এর সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে রাত ২টা থেকে ভোর ৭টা পযর্ন্ত কালকিনি উপজেলার শিকারমঙ্গল ইউনিয়নের মিয়ারহাট বাজার থেকে অভিযান চালিয়ে ৭শ মণ জাটকা ও এক ব্যবসায়ীসহ তিনজনকে আটক করেছে।

পরে কালকিনি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. শরিফুল ইসলাম ও র‌্যাব- ৮ এর কোম্পানী ইনচার্জ (এএসপি) সুবাস চন্দ্র সাহা উপস্থিত থেকে ভ্রামমাণ আদালত মাধ্যমে বরিশাল জেলার হিজলা উপজেলার আড়াকুল গ্রামের মাছ ব্যবসায়ী জসিম উদ্দিনকে (৪৫) ১ বছর বিনাশ্রম কারাদন্ড এবং মাদারীপুরের কালকিনি উপজেলার মামুন (২৫) ও মান্নান হাওলাদারকে নগদ ৫ হাজার টাকা জরিমানা করা হয়। উদ্ধার করা জাটকা মাছ উপজেলার বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়।




(এএসএ/এস/ফেব্রুয়ারি ০৫, ২০১৭)