নিউজ ডেস্ক : কাকটা ডাকল, কা। কফিল উদ্দিন সাহেব শুনলেন, খা।
সকাল সকাল গোসল সেরে নিজ হাতে চা তৈরি করেছেন কফিল উদ্দিন সাহেব। দুই পিছ রুটি নিয়ে আয়েশ করে ঝুল বারান্দায় বসেছেন চা-রুটি খাবেন বলে।

মনের ভেতর একটা উড়াল উড়াল ভাব। দু-দিন আগে স্ত্রী তার বাপের বাড়ি বেড়াতে গেছে। এই দুটো দিন তিনি নিজেকে স্বাধীন ভাবতে পারছেন কফিল উদ্দিন সাহেব। সেই উড়াল উড়াল ভাব নিয়ে যেই রুটিখানা মুখের সামনে নিয়েছেন, অমনি কাকটা ডাকল, কা।
আর কফিল উদ্দিন সাহেব শুনলেন, খা।
গল্পটা পুরো পড়তে কিনুন আলিশা ও ভোরের কাক। বইমেলায় এসেছে আহমেদ জাকিরের নতুুন বই আলিশা ও ভোরের কাক।
বইটি প্রকাশ করেছে চারুলিপি প্রকাশন। স্টল নং-১৪৫, ১৪৬, ১৪৭, ১৪৮।

(ওএস/এএস/ফেব্রুয়ারি ০৬, ২০১৭)