আন্তর্জাতিক ডেস্ক :ফিলিস্তিনে অধিকৃত পশ্চিমতীরে বসতি স্থাপনে একটি বিতর্কিত আইন পাশ করেছে ইসরাইল। পাশ হওয়া এ আইনের মাধ্যমে সেখানে চার হাজার বাড়ি নিলামে তোলার সিদ্ধান্ত হয়েছে।

ইসরায়েলের সংসদে আইনটি ৬০-৫২ ভোটে পাশ হয় বলে জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম। আইনে বলা হয়েছে ফিলিস্তিনের যারা এসব জমির মূল মালিক তাদেরকে হয় অর্থ নয়তো বিকল্প জমি দিয়ে ক্ষতিপূরণ দেওয়া হবে।

খবরে বলা হয়েছে, ইসরায়েলের বসতি স্থাপনে নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্যাপক আন্তর্জাতিক বিরোধিতা সত্ত্বেও তাঁর পূর্বসুরী বারাক ওবামার চেয়ে নরম ভঙ্গি গ্রহণ করেছেন।








(ওএস/এস/ফেব্রুয়ারি ০৭, ২০১৭)