ময়মনসিংহ প্রতিনিধি : মহান স্বাধীনতার স্থপতি, মুক্তিযুদ্ধের অগ্র নায়ক, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে আগামী দিনে আওয়ামী রাজনীতিকে ত্বরান্বিত করে জাতির জনকের সুযোগ্য কন্যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সফল প্রধানমন্ত্রী, বাংলাদেশ আওয়ামীলীগের সফল সভানেত্রী মহিয়সী নারী দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার উদ্দেশ্য নিয়ে ময়মনসিংহের ত্রিশালের ২নং বৈলর ইউনিয়নের আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ কমিটিতে ইউনিয়নের মুজিব আদর্শবাদী সৈনিকদের বাছাই করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

উপজেলা কমিটির দুই উদীয়মান তরুন সেচ্ছাসেবকলীগ নেতা মুজিব আদর্শের সৈনিক সাবেক ছাত্রনেতা, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি, উপজেলা আওয়ামী সেচ্ছাসেবকলীগ কমিটির সংগ্রামী আহ্বায়ক, রাজ পথের লড়াকু সৈনিক ইব্রাহিম খলিল শান্ত এবং যুগ্ন আহ্বায়ক সাবেক ছাত্রনেতা, সাবেক উপজেলা বঙ্গবন্ধূ প্রজন্মলীগের সভাপতি মুজিব আদর্শবাদী তরুন নেতা, বি.এন.পি জামায়াতের আতংক ইব্রাহিম খলিল নয়ন ও ইমাম হোসেন সাজুর যৌথ বাছাইয়ে দলের ত্যাগী কর্মীদের সমন্বয়ে বৈলর ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের আহ্বায়ক এই কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। কমিটিতে ত্যাগী আওয়ামী রাজনীতিবিদ তরুণ সাবেক ছাত্র নেতা আশিকুল ইসলাম লিটনকে আহবায়ক করে যুগ্ম-আহবায়ক পদে যথাক্রমে শ্রী ইন্দ্রজিৎ বাবু, আজহারুল ইসলাম, মাহবুব আলম শুভ, জহিরুল ইসলাম মাসুম, ইয়াছির হামিদ মনির, আতাউর রহমানকে মনোনীত করা হয়েছে।

নবগঠিত এই কমিটির অনুমোদনের কপি উপজেলা আওয়ামীলীগের যুগ্ন-আহ্বায়ক জিয়াউল হক সবুজ ও সেচ্ছাসেবকলীগের উপজেলা নেতৃবৃন্দ নব গঠিত কমিটির নেতৃবৃন্দের হাতে তুলে দেন। উক্ত কমিটির নেতৃবৃন্দ তাদের কার্যক্রমের মাধ্যমে আগামী দিনে আওয়ামী রাজনীতি ত্বরান্বিত করবে এমনটাই প্রত্যাশা করছেন স্থানীয় আওয়ামী সমর্থক রাজনৈতিক মহল। গঠিত কমিটির নেতৃবৃন্দের অক্লান্ত শ্রম ও মেধায় আগামী দিনে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে ব্যাপক ভূমিকা রাখবে এমনটাই প্রত্যাশা ইউনিয়নবাসীর।

পরিশ্রমী ও মেধার অধিকারী নেতাকর্মীদের বাছাইয়ের মাধ্যমে ত্রিশালের বৈলর ইউনিয়নের আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ কমিটি গঠন করায় উপজেলা কমিটির নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়েছেন স্থানীয় রাজনৈতিক মহল।

(এআর/এএস/ফেব্রুয়ারি ০৭, ২০১৭)