স্টাফ রিপোর্টার : ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশনে  মোট ১৯৬ কোটি ৪৩ লাখ ১১ হাজার ৬৮ টাকা পৌরকর বকেয়া রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।

সোমবার দশম জাতীয় সংসদের দ্বিতীয় (বাজেট) অধিবেশনে স্বতন্ত্র সংসদ সদস্য হাজী সেলিমের এক প্রশ্নের জবাবে মন্ত্রী সংসদকে এ তথ্য জানান।

মন্ত্রী জানান, বর্তমানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ৬০ কোটি ৫২ লাখ টাকা বকেয়া পৌরকর আছে। এর মধ্যে বাণিজ্যিক কর ১৮ কোটি ৩৫ লাখ ৭৬ হাজার ৪৩ টাকা এবং আসাসিক ৪২ কোটি ১৬ লাখ ২১ হাজার ৭৭ টাকা।

এছাড়া ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পাঁচটি অঞ্চলের আওতাধীন বর্তমানে ১৩৫ কোটি ৯১ লাখ ১৩ হাজার ৯ শত ৪৮ টাকা বকেয়া পৌরকর বাকি আছে। এর মধ্যে আবাসিক বকেয়া ৯৩ কোটি ১২ লাখ ৮৩ হাজার ৪৬৯ টাকা আর বাণিজ্যিক বকেয়া ৪২ কোটি ৭৮ লাখ ৩০ হাজার ৪৭৯ টাকা।

সিটি কর্পোরেশনের আওতাধীন বাংলাদেশ রেলওয়ে, জাতীয় ক্রীড়া পরিষদ, ঢাকা ওয়াসা, হলি ফ্যামিলি হাসপাতাল, রাজউক, গণস্বাস্থ্য হাসপাতালসহ আরো সংস্থা ও ব্যক্তির আদালতে দায়েরকৃত মামলা বিচারাধীন থাকার কারণে পৌরকর বাকি আছে বলে জানান মন্ত্রী।

তিনি জানান, বকেয়া কর আদায়ে সরকার অঞ্চল পর্যায়ে সার্বক্ষিণক মনিটরিং করার জন্য টিম গঠন, প্রচার, ডাটা কম্পিউটারাইজড করা, অন লাইনে কর পরিশোধের সুবিধাসহ বেশ কিছু পদক্ষেপ নিয়েছে সরকার।

(ওএস/এস/জুন ১৬, ২০১৪)