নওগাঁ প্রতিনিধি : নওগাঁর আত্রাই উপজেলার বিপ্রবোয়ালিয়া গ্রামে আমপাড়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে রেহেনা পারভিন (৪৮) নামে এক মহিলা নিহত হয়েছেন।

এ ঘটনায় নিহতের মেয়ে জান্নাতুন পারভিন (১৬) গুরুতর আহত হয়েছে। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

নিহত রেহেনা ওই গ্রামের নজরুল ইসলামের স্ত্রী।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, নজরুল ইসলামের সঙ্গে প্রতিবেশী আকরাম হোসেনের জমি নিয়ে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছিল। আকরাম হোসেন রোববার বিকেলে ওই বিরোধপূর্ণ জমির ওপর থাকা আমগাছ থেকে জোর করে আম পারতে শুরু করেন। এ সময় রেহেনা বাধা দিলে তাকে ধারালো হাঁসুয়া ও লাঠি দিয়ে মাথায় আঘাত করলে রেহেনা মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় তার মেয়ে জান্নাতুন পারভিন মাকে উদ্ধার করতে এলে তাকেও হাঁসুয়া দিয়ে আঘাত করা হয়।

স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে রেহেনার অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সোমবার সন্ধ্যায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতলে নেওয়ার পথে রেহেনা মারা যান।

আত্রাই থানার ওসি আব্দুল লতিফ খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

(ওএস/এস/জুন ১৬, ২০১৪)